কালিহাতিতে সাংবাদিকদের মাঝে পিপিই প্রদান

S M Ashraful Azom
কালিহাতিতে সাংবাদিকদের মাঝে পিপিই প্রদান

সেবা ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতি উপজেলার সাংবাদিকদের মাঝে কালিহাতি ফাউন্ডেশনের উদ্যোগে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদান করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে এলেঙ্গা রিসোর্টের মিনি হলরুমে কমপক্ষে ৩০ জন সাংবাদিকের হাতে পিপিই তুলে দেন ফাউন্ডেশেনের সভাপতি, এফবিসিসিআই এর পরিচালক ও জেলা আওয়ামী লীগের সদস্য আবু নাসের। কালিহাতি প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, সাবেক সভাপতি রশিদ আহমেদ আব্বাসী ও সাধারণ সম্পাদক দাশ পবিত্র সাংবাদিকদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ফাউন্ডেশনের সভাপতি আবু নাসের বলেন, করোনার মধ্যেও সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে অনবরত মাঠে থেকে সংবাদের পাশপাশি জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই তাদের জন্য আমার এ ক্ষুদ্র উপহার। সাংবাদিকদের সুস্থতা কামনা করছি।

এসময় ফাউন্ডেশনের সহ-সভাপতি ছাত্রলীগের সাবেক নেতা রাসেল তালুকদার, সাধারণ সম্পাদক মোল্লা জাকারিয়া লেলিন ও কোষাধ্যক্ষ মাজহারুল ইসলাম কুয়াশাসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top