শ্রীবরদীতে ধান কেটে ঘরে তুলে দিলেন কৃষকলীগ

S M Ashraful Azom
শ্রীবরদীতে ধান কেটে ঘরে তুলে দিলেন কৃষকলীগ

রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি : করোনার প্রভাব আর শ্রমিক সংকটের কারণে শেরপুরের শ্রীবরদী উপজেলার ঘরে থাকা ক্ষতিগ্রস্ত কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিলেন উপজেলা কৃষক লীগ। সোমবার উপজেলার তাতিহাটি ইউনিয়নের পূর্ব ছনকান্দা গ্রামের দরিদ্র দুই কৃষকের এক একর জমির বোরো ধান ক্ষেত কেটে ঘরে তুলে দেন কৃষক লীগের নেতাকর্মীরা।

সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন সালেম এর সার্বিক ব্যবস্থাপনায় ধান কাটা উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির এ সময় তিনি বলেন, কৃষকলীগ কৃষকদের কষ্ট বুঝে বর্তমানে করোনার কারণে অনেক কৃষক ঘরে থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা দরিদ্র অসহায় কৃষকদের ক্ষেতের ধান কেটে মাড়াই করে ঘরে তোলে দিচ্ছি যাতে তাদের সারা বছর ভাতের কষ্ট না হয় আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে আমরা গরিব অসহায় কৃষকদের তালিকা করে এ কর্মসূচী আরো জোড়দার করার চেষ্টা করছি যাতে একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারি। এ সময় সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন সালেম বলেন, আমরা চাই প্রত্যেকটা কৃষক যাতে ক্ষতির হাত থেকে রক্ষা পায় এ জন্য সরকারি সুবিধার পাশাপাশি আমরা নিজেরাও তাদের জন্যে কিছু সহায়তা করছি । 

এ উৎসবে অন্যান্যের মধ্যে যোগ দেন উপজেলা কৃষক লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সাধারণ সম্পাদক বনিজ উদ্দিন, কাকিলাকুড়া ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোতালেব হোসেন, সিংগাবরনা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক একেএম মাহবুবুর রহমান লিটন, রানীশিমুল ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক জজ মিয়া ও কেকেরচর ইউনিযন কৃষক লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদসহ কৃষকলীগ ও আওয়ামী লীগের শতাধিক নেতৃবৃন্দ।


এ সময় ওই বোরো ধান ক্ষেতের মালিক শাফিজল হক জানান, তার ৫০ শতাংশ জমিতে বোরো ধান চাষ করেছেন  ইতোমধ্যে করোনার প্রভাবে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি এখন দেখা দিয়েছে শ্রমিক সংকট ফলে বিপাকে পড়েছেন। অবশেষে তিনি স্থানীয় নেতাকর্মীদের সাথে বিষয়টি আলাপ করলে উপজেলা ও জেলা কৃষকলীগের নেতাকর্মীরা। এ উদ্যোগে নিয়ে তার ক্ষেতের ধান কেটে ঘরে তুলে দেন এতে তিনি খুশি একই অবস্থায় পড়েছিলেন তার প্রতিবেশী নওশেদ আলী তার ৫০ শতাংশ জমির ধান কেটে ঘরে তুলে দেয়ায় তিনিও খুশি হয়েছেন


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top