গোবিন্দগঞ্জে ধান সংগ্রহে কৃষক নির্বাচনে উন্মুক্ত লটারী

S M Ashraful Azom
 গোবিন্দগঞ্জে ধান সংগ্রহে কৃষক নির্বাচনে উন্মুক্ত লটারী

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে চলতি বোরো মৌসুমে কৃষকদের নিকট থেকে সরাসরি ধান ক্রয়ের জন্য উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এ উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়। লটারীর প্রথম পর্বে উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌর এলাকার কৃষকদের নিকট থেকে উন্মুক্ত লটারীর মাধ্যমে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের জন্য দুইদিন ব্যাপী কৃষক নির্বাচন কার্যক্রমের উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।

উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত লটারী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খালেদুর রহমান প্রমুখ। এ বছর গোবিন্দগঞ্জ উপজেলায় মোট ৫হাজার ৭শ জন কৃষকের নিকট থেকে প্রতিজন এক মেট্রিক টন হিসেবে ৫ হাজার ৭শ মেট্রিক টন বোরোধান সংগ্রহ করা হবে ।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top