দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং কমিটি

S M Ashraful Azom
দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং কমিটি

শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারীতে করোনা ভাইরাস নিয়ে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যম‚ল্য সহনীয় রাখতে রৌমারী উপজেলার বিভিন্ন হাট-বাজার মনিটরিং করেন উপজেলা প্রশাসনের নির্দেশে ভ‚মি কর্মকর্তাগণ।

এদিকে করোনাভাইরাস আতঙ্কে গত কয়েকদিন উপজেলার খুচরা ও পাইকারি বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যম‚ল্য ঊর্ধ্বমুখীর অভিযোগ আনেন সাধারণ ক্রেতারা। চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আদাসহ সকল নিত্য প্রয়োজনীয় জিনিস বেশি দামে বিক্রি হচ্ছে বাজারগুলোতে এমন অভিযোগ পাওয়া যায়।
৪ মে (রবিবার) বিকাল ২ টায় বাইটকামারী, বড়াইকান্দী, দাঁতভাঙ্গা ও রৌমারী বাজারে মনিটরিং করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন রৌমারী ইউনিয়ন ভ‚মি কর্মকর্তা শাহাদত হোসেন ও হোসাইন মোহাম্মদ রাশেলসহ আনসার (ভিডিপি)’র সদস্যবৃন্দ। উপজেলা প্রশাসনের নির্দেশে বাজারের দোকানদারদের নায্যম‚ল্যের বেশি দাম না রাখার নির্দেশ দেন।

রৌমারী ইউনিয়ন ভ‚মি কর্মকর্তা শাহাদাত হোসেন ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, করোনাভাইরাস আতঙ্কে ব্যবসায়ীরা যেন দ্রব্যমুল্য বৃদ্ধি না করতে পারে। তিনি সর্বস্তরের মানুষকে সরকার ও রাষ্ট্রের পাশে থাকার অনুরোধ করেন।

এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান জানান, উপজেলার সকল বাজার নিয়মিত মনিটরিং কার্য্যক্রম অব্যাহত রয়েছে। ভ‚মি কর্মকর্তাসহ ৬জন আনসার সদস্য নিয়ে নিয়মিত বাজার পরিদর্শন করবেন এবং কেহ যদি দ্রব্যম‚ল্য বৃদ্ধি করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top