টাঙ্গাইলের দুই প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

S M Ashraful Azom
টাঙ্গাইলের দুই প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

সেবা ডেস্ক: টাঙ্গাইলের দুটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার (১৩ মে) দুপুরে শহরের কলেজ পাড়ায় অবস্থিত রফিক অয়েল মিল ও গৌড় ঘোষ মিষ্টান্ন ভান্ডারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইলের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এ অভিযান পরিচালনা করেন।

এসময় রফিক অয়েল মিলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এ প্রসঙ্গে ইফতেখারুল আলম রিজভী জানান, রমজান মাসে ভোক্তা অধিকার সংরক্ষেণে প্রতিদিনই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ শহরের কলেজ পাড়ায় রফিক অয়েল মিল ও একটি মিষ্টির দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার আইনের বেশ কিছু ধারা লঙ্ঘন করায় একটি প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা ও গৌড় ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে মৌখিকভাবে সতর্ক করা হয়।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top