টঙ্গীতে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

S M Ashraful Azom
টঙ্গীতে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী, গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশন ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লার ব্যক্তিগত উদ্যোগে গরীব ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

আজ মঙ্গলবার  (১২ই মে) সকাল সাড়ে ১০টায় মামদী মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করেন  ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা। প্রায় ২৫০০ পরিবারের মধ্যে এ সব বিতরণ করা হচ্ছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল  চাল, ডাল, তৈল, আলু, সাবান।

এ সময় উপস্থিত সাংবাদিকদের নাসির উদ্দিন মোল্লা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুব ও ক্রীড়া প্রতি মন্ত্রী আলহাজ্ব মো জাহিদ আহসান রাসেল (এমপি) নির্দেশে মহামারী করোনা ভাইরাস সংক্রমণে ঘরে বন্দী অসহায়, দিনমজুর, নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য  সামগ্রী বিতরণ করেছি৷

তিনি আরো বলেন  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ মো জাহিদ আহসান রাসেল এমপির  দিক  নির্দেশনায়  আউচপাড়া এলাকার গরিব দুঃখী অসহায় মানুষের পাশে আমরা বড়া বরি আছি এবং থাকবো। আমরা খাদ্য  সামগ্রী দিচ্ছি এবং সকলকে জনসচেতন হয়ে চলার পরামর্শ দিচ্ছি।

গাজীপুর মহানগরের প্রভাবশালী যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা  বলেন, আমরা এখন কঠিন সময় পার   করছি,  আপনারা সকলেই জানেন পুরো বিশ্ব এই মহামারী করোনা ভাইরাসে সংক্রামিত, এবং কি বাংলাদেশে ও মহামারী এই  করোনা ভাইরাসরে   সংক্রমণ বেড়ে চলছে।  এই মহামারীর ফলে মহাবিশ্বের অন্যান্য রাষ্ট্র গুলোর পাশাপাশি আমাদের বাংলাদেশ কেউ লকডাউন করা হয়েছে এবং বন্ধ ঘোষণা করা হয়েছে  বাংলাদেশের সকল শ্রম  এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে। এর ফলে বেকার হয়ে পড়েছে  বাংলাদেশের প্রায় অর্ধ শতাধিক মানুষ।  খাবারের সংকট দেখা গিয়েছে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের মধ্যে, তার ধারাবাহিকতায় আমাদের এই খাদ্য সামগ্রী বিতরণ  কার্যক্রম চলছে।

এ সময় উপস্থিত ছিলেন, টঙ্গী থানা সেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক মামুন রশিদ মোল্লা, সাবেক ছাত্রলীগ নেতা হারুন অর রশীদ, ৫৪ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি সারোয়ার আলম রিপন,৫৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাজী বাবলু, টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার বাবু, টঙ্গী কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জামীল রায়হান, তারা মিয়া প্রমুখ।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top