
রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নে করোনায় কর্মহীন অভুক্ত ৩০০ পরিবারের মাঝে কে কে ফাউন্ডেশনের উদ্যেগে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
উক্ত ত্রান সামগ্রীর জন্য আর্থিক সহায়তা প্রদান করেন অত্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাজহারুল কাদের, ব্যবস্থাপনা পরিচালক মাহিন-বিন মাজহার, পরিচালক খুরশিদ মাজহার, এশা মাহিন ও মেহজাবিন মাজহার।
মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার জোড়শিমুল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অত্র ফাউন্ডেশনের পক্ষে ত্রান সামগ্রী বিতরনের উদ্বোধন করেন উপজেলার চিকাশি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন জুয়েল।
এসময় উপস্থিত ছিলেন অত্র ফাউন্ডেশনের সিনিয়র ম্যানেজার (অর্থ ও হিসাব) রওশন জাদিদ সজিব, প্রভাষক মাসুদুর রহমান, জোড়শিমুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, শিক্ষক রজিব উদ্দিন সরকার, সমাজসেবক রুবেল সরকার, ইউপি সদস্য রফিকুল ইসলাম টুলু, স্বেচ্ছাসেবক শাহাদৎ হোসেন সবুর, সিহাব উদ্দিন, সুজন মিয়া, রবিউল ইসলাম ও আবিদুর রহমান প্রমূখ।