
সেবা ডেস্ক: পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়ন পরিষদে করোনা ভাইরাস প্রতিরোধ ও ক্ষতিগ্রস্থদের মাঝে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ সামগ্রী বিতরন করলেন পাবনার দায়িত্ব প্রাপ্ত সচীব মোঃ সেলিম রেজা প্রবাসী কল্যান মন্ত্রণালয়।
শনিবার বিকালে নন্দনপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহম্মেদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিটন মোল্লা।
এ সময় সচীব বলেন মাননীয় প্রধান মন্ত্রীর ত্রাণ নিয়ে কেউ বিশৃখলা করলে সে যত ক্ষমতার ধরই হোক কাউকে ছাড় দেয়া হবে না।
এই দুর্য়োগকালীন মহুর্তে দুস্থদের মাঝে সঠিক ভাবে ত্রান বিতরনে সবার সহযোগিতা কামনা করেন।
চাল, ডাল, আলু ও তেলসহ প্যাকেট দুস্থদের হাতে তুলে দেয়া হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, সাঁথিয়া পৌরমেয়র মিরাজুল ইসলাম প্রাং, নন্দনপুর ইউনিয়ন আ,লীগ সভাপতি আলহাজ নুর মোহাম্মদ, সাংবাদিক ও সুধীবৃন্দ।