প্রত্যন্ত অঞ্চলে প্রধানমন্ত্রীর উপহার পৌছে দিল উপজেলা প্রশাসন

S M Ashraful Azom
প্রত্যন্ত অঞ্চলে প্রধানমন্ত্রীর উপহার পৌছে দিল উপজেলা প্রশাসন

সেবা ডেস্ক: মহামারি করোনা ভাইরাসের দূর্যোগে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাঈদ ইউনিয়নের ৭৪নং ফাজিলাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২৭জন হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল হতে শনিবার দুপুরে সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলমের নেতৃত্বে স্কুল প্রাঙ্গনে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা  আশরাফুল আলম বলেন, বরাঈদ ইউনিয়নের ফাজিলাবাড়ী ও শালুয়াকান্দি দুইটি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১০৮জন হতদরিদ্র শিশুর মাঝে গুড়ো দুধ, নুডুলস, বিস্কিট, খেজুরসহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র শিশুদের মাঝে খাবার পৌছে দিতেই আমাদের এই কার্যক্রম।এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের জমিদাতা মোঃ আজিজুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন, সাংবাদিক সাদিকুর রহমান শিপন, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top