
কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে মেঘাই পর্যটন এলাকা থেকে বালু বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা আসাদুল ইসলাম।
বুধবার সকালে সাংবাদিকদের ডেকে তিনি লিখিত বক্তব্য পদে শোনান। তিনি দাবী করেন, গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সিরাজগঞ্জ থেকে প্রকাশিত বেশকটি স্থানীয় পত্রিকায় কাজিপুরে বালু চুরি ও বিক্রয়ের খবরে তার নাম চলে আসে যা সত্যি নয়।
নিজেকে বালি মহালের একজন বৈধ ইজারাদার দাবী করে তিনি জানান, যখন আমি নিজেই বালু বিক্রির সাথে জড়িত তখন চুরি করে তা বিক্রি করার প্রশ্নই ওঠে না। এক্ষত্রে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দাবী খন্ডন করে জানান, আমি ওই এস্কেভেটর মেশিন তাদের ভাড়া দিয়েছিলাম। মেয়াদ শেষে সেটি ওখানেই পড়েছিলো। আর জনৈক মজিবর রহমান নামের এক ড্রেজার মালিককে পাউবোর লোক মনে করে তার কথায় পর্যটন এলাকা থেকে আমার ড্রাইভার একগাড়ি বালু ট্রাকে লোড দিয়েছিলো। থানা পুলিশের তদন্তে প্রমানিত হয়েছে বিধায় মামলায় আমার নাম নেই। তদুপরি আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্যে সংবাদে আমাকে জড়ানো হয়েছে। আমি প্রকাশিত ওই সংবাদের নিন্দা জানাই। এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম, সাবেক সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজু আহম্মেদ।