করোনা পরীক্ষার অনুমতি পেলো দেশের ১৩ বেসরকারি হাসপাতাল

S M Ashraful Azom
করোনা পরীক্ষার অনুমতি পেলো দেশের ১৩ বেসরকারি হাসপাতাল

সেবা ডেস্ক: বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাস শনাক্ত করতে দেশের আরও ১৩টি বেসরকারি হাসপাতালকে নমুনা পরীক্ষার অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এর মধ্যে ঢাকায় ১১টি এবং ঢাকার বাইরে দুটি হাসপাতাল ও ল্যাব রয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানা গেছে।

ঢাকার হাসপাতালের মধ্যে রয়েছে- স্কয়ার হাসপাতাল, ল্যাব এইড হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল লিমিটেড, ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, এভারকেয়ার হাসপাতাল, পুর্নাভা হেলথ বাংলাদেশ লিমিটেড, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, বায়োমেড ডায়াগনস্টিক, ডিএমএফআর মলিকিউলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিকস, বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স জেনারেল হাসপাতাল, কেয়ার মেডিকেল কলেজ। ঢাকার বাইরে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ অ্যান্ড রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল এবং চট্টগ্রামের শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি (পিটিই) লিমিটেড করোনা পরীক্ষার অনুমোদন পেয়েছে।

বর্তমানে দেশে ঢাকা ও ঢাকার বাইরে ৪২ টি প্রতিষ্ঠানে করোনার পরীক্ষা করা হচ্ছে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top