
গাইবান্ধা জেলা প্রতিনিধি: সকলে স্বাস্থ্য বিধি মেনে চলি করোনা সংক্রমণ রোধ করি। গাইবান্ধায় ২২ জুন সোমবার করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৪ জন। মোট আক্রান্ত ২১১ জন এদের মধ্যে ৬ জন মারা যায়। যাদের ৫ জনের মৃত্যুর পরে সনাক্ত হয় করোনা আর একজনের মৃত্যুর আগে। এছাড়াও আক্রান্ত ৩৩ জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে তারা বর্তমানে সুস্থ্য স্বাভাবিক জীবন যাপন করছেন। বর্তমানে ১৭২ জন আইসোলিসনে রয়েছেন। তবে করোনা ভাইরাস সন্দেহে নানা উপসর্গে নতুন করে ২৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে আর ৪১ জন ১৪ দিন হোম কোয়ারেন্টাইন হতে ছাড় পেয়েছেন। এ নিয়ে জেলায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০৭ জন। এরমধ্যে সুন্দরগঞ্জে ৯২, গোব্দিন্দগঞ্জে ১৭৬, সদরে ১১১, ফুলছড়িতে ১৫, সাঘাটায় ২৮, পলাশবাড়িতে ৩৮ ও সাদুল্যাপুর উপজেলায় ৪৭ জন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।