
সোমবার (২২ জুন) বাদ যোহর মনসুর নগর বাজার মসজিদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।সিনিয়র সহ সভাপতি গোলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার অন্যতম শহিদ ক্যাপটেন এম মনসুর আলীর সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে হারিয়ে আমরা শোকাহত। তার স্মৃতি আমাদের মাঝে কর্মপ্রেরণার উৎস হিসেবে থাকবে। মোহাম্মদ নাসিম বাংলাদেশের একজন সফল রাজনীতিবিদ, কর্তব্যপরায়ণ, সৎ, দক্ষ, নিষ্ঠাবান, অমায়িক ও আকর্ষণীয় গুণাবলি সম্পন্ন একজন মানুষ ছিলেন। পরম করুণাময়ের নিকট তাঁর বিদেহী আত্মার চিরশান্তি ও মাগফেরাত কামনা করছি।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, মনসুর নগর ইউনিয়নের সাধারন সম্পাদক নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক রাজমহর, সাবেক চেয়ারম্যান গোলজার হোসেন মাস্টার, সহ সভাপতি প্রধান শিক্ষক কামাল উদ্দিন মাস্টার, নুরুল ইসলাম মাস্টার, গাজী মোহাম্মদ সিদ্দিক হোসেন, আবু বক্কার সিদ্দিক, যুগ্ন সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আলী আসলাম, সাবেক সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন, উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি বেলায়েত উল ইসলাম শাওন, ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুল বারী, সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবকলীগের উপজেলার সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক মিয়া, সম্পাদক এরশাদ আলী, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ মনসুর নগর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।