
স্টাফ রিপোর্টার: “মোহাম্মদ নাসিম একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান তার সৃজনশীল কর্মের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবেন যুগ যুগ ধরে। নাসিম এমনি একজন ব্যক্তি, যিনি জাতীয় নেতা হয়েও কাজিপুর ছিলো স্বপ্নে, ধ্যাণে-জাগরণে সবসময়। তাকে হারিয়ে আমরা শোকাহত। এরকম একজন নেতার সন্নিধ্যে আমরা কাজিপুরবাসী চিরধন্য।”
সাবেক স্বাস্থ্যমন্ত্রি, আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও কাজিপুরের এমপি সদ্য প্রয়াত মোহাম্মদ নাসিমের আত্মার শান্তি কামনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতির বক্তব্যে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম রাঙা আরও বলেন, ১ কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের যে উন্নয়ন কাজ হচ্ছে তাতে আগামী দুই বছরের মধ্যে এই কলেজটির চোহারই পাল্টে যাবে। দৃষ্টি নন্দন সময়োপযোগী এই সব কাজই করেছেন নেতা মোহাম্মদ নাসিম। আফসোস! তিনি এসব উন্নয়ন কাজ শেষ করে যেতে পারলেন না।”
শনিবার (২০জুন) সন্ধ্যায় লক্ষীপুর টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজ আয়োজিত সভায় কাজিপুর উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক প্রভাষক শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আনিছুর রহমান।
স্মরণসভায় অন্যদের মধ্যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সমাজসেবক ওসমান গনী, চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, আরআইএম ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক শহিদুল ইসলাম, সহকারি শিক্ষক শফিকুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে নাসিমপুত্র কাজিপুরের সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় মুঠোফোনে নিজের পিতার জন্যে দোয়া প্রার্থনা করেন।
পরে মোহাম্মদ নাসিমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা শহিদুল ইসলাম।
নাসিমের আত্মার শান্তি কামনায় ইছামতি উচ্চ বিদ্যালয়ে আলোচনা ও দোয়া

সাবেক স্বাস্থ্যমন্ত্রি , আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও কাজিপুরের এমপি সদ্য প্রয়াত মোহাম্মদ নাসিমের আত্মার শান্তি কামনায় দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০) জুন) দুপুরে উপজেলার চরভানুডাঙ্গা ইছামতি উচ্চ বিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান কামরুল।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মোহাম্মদ নাসিমের স্মৃতিচারণ করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চালিতাডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহিন আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিএম বুলবুল আহমেদ, যুগ্ন সাধারন সম্পাদক মোকলেছুর রহমান মুকুল, চালিতাডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি আশরাফুল আলম, আমিনা মনসুর ডিগ্রি কলেজের প্রভাষক রেজাউল করিম, সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলম বাদশা, আ.লীগ নেতা শাহজাহান আলী, আনোয়ার হোসেন, কুষকলীগ নেতা আইয়ুব আলী প্রমূখ। আলোচনা শেষে মোহাম্মদ নাসিমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
কাজিপুরে সোনামুখী ফাজিল মাদ্রাসায় নাসিমের আত্মার শান্তি কামনায় দোয়া

আ.লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রি ও কাজিপুরের এমপি সদ্য প্রয়াত মোহাম্মদ নাসিমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০) জুন) বেলা এগারটায় উপজেলার সোনামুখী সিনিয়র ফাজিল মাদ্রাসা র শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য ও কর্মচারীগণ এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোহাম্মদ নাসিমের স্মৃতিচারণ করেন সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শাহজাহান আলী খান।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমান, উপাধ্যক্ষ আল আমিন, প্রভাষক হেলাল উদ্দিন, সাইফুল ইসলাম নাবিল, মনিরুজ্জামান, জুয়েল রানা, গাজিউল হক, শওকত আলম প্রমূখ।
আলোচনা শেষে মোহাম্মদ নাসিমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়াশেষে মোহাম্মদ নাসিমের স্মৃতির উদ্দেশ্যে একটি ফলজ বৃক্ষের চারা রোপন করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।