
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাটের উদ্যোগে থানা চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ রোপন করা হয়েছে।
সোমবার বিকালে ওসি শফিকুল ইসলাম সম্রাট লিচু, পেঁয়ারা গাছ, পেঁপে গাছ,সফেদা, লটকন, লেবু গাছ, মাল্টা গাছ, তেজ পাতা সহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছ থানা কম্পাউন্ডে রোপন করেন।
ফলজ বৃক্ষ রোপনকালে ওসি (তদন্ত) আবদুর রহিম, উপপরিদর্শক আবু শরীফ সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষনা দিয়েছেন কোথাও এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থেকে। তিনি ফাঁকা জায়গা গুলোতে চাষাবাদের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। তাই থানা চত্বরের খালি জায়গা কাজে লাগাতে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।