গাইবান্ধায় শিল্প কারখানা স্থাপনের জন্য সংসদে স্মৃতি এমপি’র দাবি

S M Ashraful Azom
0
গাইবান্ধায় শিল্প কারখানা স্থাপনের জন্য সংসদে স্মৃতি এমপি’র দাবি

গাইবান্ধা জেলা প্রতিনিধি: নির্বাচিত হওয়ার পর জাতীয় সংসদে প্রথম বক্তব্যে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি গাইবান্ধায় বিভিন্ন উন্নয়ন করার দাবী জানালেন। ২৩ জুন মঙ্গলবার (২০২০-২০২১) অর্থ বছরের ঘোষিত বাজেটের উপর জাতীয় সংসদে বক্তব্য প্রদান করেন তিনি। ৭ মিনিটের বক্তব্যে এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি দেশবাসীকে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদদের প্রতি ও স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শুরু করেন। বক্তব্যে এ্যাড.স্মৃতি এমপি তাকে মনোনয়ন দিয়ে জাতীয় সংসদে আসার সুযোগ করে দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।একই সাথে তাকে ভোট দিয়ে নির্বাচিত করায় পলাশবাড়ী-সাদুল্যাপুর আসনের সকল ভোটারবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রচার-প্রচারণায় সহযোগিতা করায় জেলার আওয়ামীলীগ ও কৃষকলীগের নেতাকর্মীরাসহ অঙ্গসংগঠনের সকল নেতৃবৃ্ন্েদর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এ আসনের সাবেক এমপি ইউনুস আলী সরকারের রুহে আত্মার মাগফেরাত কামনা করেন ও তার পরিবারের প্রতি সমবেদনা ও কৃতজ্ঞা জানান। এসময় তিনি করোনাকালীন সময়ে সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আর্থিক সহায়তা ও খাদ্য সহায়তা বিতরণের সংখ্যা গুলো তুলে ধরেন। এরপর বক্তব্যে তিনি পরবর্তী বাজেট থেকে গাইবান্ধায় বিশ্ববিদ্যালয় ,কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। একই সাথে জেলাবাসীর সুচিকিৎসার জন্য একটি বড় হাসপাতাল অথবা ট্রমা সেন্টার স্থাপনের দাবী জানান তিনি। জেলায় দারিদ্র পীড়িত মানুষের কর্মসংস্থানের জন্য বৃহৎ শিল্পকারখানা স্থাপনের প্রয়োজনীতা উল্লেখ্য করেন তিনি। এছাড়া জেলার ৭টি থানার আরো উন্নয়ন করে এগিয়ে নেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top