
সেবা ডেস্ক: সারাদেশের স্কুল-কলেজের আরও ১ হাজার ১৭০ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাদের মধ্যে স্কুলের ৭৭১ জন এবং কলেজের ৩৯৯ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। এসব শিক্ষক-কর্মচারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পেয়ে বিধিসম্মতভাবে এমপিও আবেদন করেছিলেন।
সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের এমপিও কমিটির ভার্চুয়াল সভায় এ শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। জানা গেছে, ৭৭১ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ২৬ জন, চট্টগ্রাম অঞ্চলের ১১৫ জন, কুমিল্লা অঞ্চলের ২৬ জন, ঢাকা অঞ্চলের ১৩৫ জন, খুলনা অঞ্চলের ৯৫ জন, ময়মনসিংহ অঞ্চলের ১৩৫ জন, রাজশাহী অঞ্চলের ৬৩ জন, রংপুর অঞ্চলের ১১৮ জন, সিলেট অঞ্চলের ২১ জন এবং অফলাইনে আবেদন করা একজন শিক্ষক-কর্মচারী আছেন। কলেজের ৩৯৯ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ১৭ জন, চট্টগ্রাম অঞ্চলের ১৫ জন, কুমিল্লা অঞ্চলের ৯ জন, ঢাকা অঞ্চলের ১০ জন, খুলনা অঞ্চলের ৬৯ জন, ময়মনসিংহ অঞ্চলের ১৮ জন, রাজশাহী অঞ্চলের ৬৯ জন, রংপুর অঞ্চলের ৮২ জন, সিলেট অঞ্চলের তিনজন এবং অফলাইনে আবেদন করা একজন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।