নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর ফার্মগেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির নিহত হয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টার কিছু পরে ফার্মগেটের স্টার হোটেলের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে তেজগাঁও থানাধীন পশ্চিম তেজতুরী বাজার এলাকায় অজ্ঞাতনামা কয়েকজন অস্ত্রধারী মুছাব্বিরকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে। এতে তার পেটে তিনটি গুলি লাগে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত পান্থপথের বিআরবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় সুফিয়ান বেপারি (মাসুদ) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। তিনি কারওয়ান বাজার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবক দলের একজন নেতা। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, "স্টার কাবাবের পাশের গলিতে দুজনকে গুলি করার খবর পেয়ে আমরা দ্রুত ব্যবস্থা নেই। হাসপাতালে নেওয়ার পর মুছাব্বিরকে মৃত ঘোষণা করা হয়। অপরজন চিকিৎসাধীন রয়েছেন।"
হাসপাতালের সামনে উত্তেজনা ও রাস্তা অবরোধ:
মুছাব্বিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিআরবি হাসপাতালের সামনে বিএনপির শত শত নেতাকর্মী ভিড় করেন। নেতাকর্মীদের উপস্থিতিতে হাসপাতালের সামনের রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে বিক্ষুব্ধ ৫০-৬০ জন নেতাকর্মী সোনারগাঁও ক্রসিং এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এর ফলে সোনারগাঁও ক্রসিং দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
হত্যাকাণ্ডের কারণ বা কারা এই ঘটনায় জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে ডিএমপি।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
জাতীয়- নিয়ে আরও পড়ুন

শরীফ ওসমান হাদি হত্যা: ঘাতক ফয়সাল দুবাই নয়, ভারতে আছেন - ডিবি প্রধান

রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন

বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই

সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া: ডা. এ জেড এম জাহিদ হোসেন

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: রাজকীয় সংবর্ধনায় সিক্ত দেশনায়ক


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।