
সেবা ডেস্ক: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার হিংগানগর গ্রামে রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-১২।
গ্রেফতারকৃত আসামী হলেন মোঃ বারিক (২৬), মাসুদ রানা (২৬), ও আঃ রাজ্জাক (২৯) । তারা একই থানার বাসিন্দা।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোঃ তালাত এবং সিনিঃ সহকারী পুলিশ সুপার মোঃ রওশন আলী এর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার হিংগানগর গ্রামে আটিয়া ইউনিয়ন পরিষদ সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান ইয়াবা ও ৩টি মোবাইল ফোন এবং ৬টি সিম কার্ড উদ্বার করা হয়।
র্যাব আরোও জানায়, আসামীগণকে জিজ্ঞাসাবাদ করলে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ এবং টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে বলে জানায়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।