
সেবা ডেস্ক: টাঙ্গাইলের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে আজ রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক মোঃ আতাউল গনি এক মতবিনিময় সভার আয়োজন করেন।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল -২( গোপালপুর -ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনসারী, চেম্বার অব কমার্স এর সভাপতি খান আহমেদ শুভ, টাঙ্গাইল বাস-কোচ- মিনিবাস মালিক সমিতির মহাসচিব ও চেম্বার অব কমার্স এর সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বড়মনিসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।