চার লেনে উন্নীত হচ্ছে রাজশাহী নগরের আরও একটি সড়ক

S M Ashraful Azom
0
চার লেনে উন্নীত হচ্ছে রাজশাহী নগরের আরও একটি সড়ক

সেবা ডেস্ক: রাজশাহী নগরের আরও একটি সড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। রাজশাহী নগরের মনিচত্বর থেকে সদর হাসপাতাল পর্যন্ত সড়কটি এবার ফোর লেনে উন্নীত হতে যাচ্ছে। এ লক্ষ্যে রাজশাহী মহানগরের ৩০টি ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত সড়ক ও নর্দমাসমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় মনিচত্বর থেকে সদর হাসপাতাল পর্যন্ত সড়কের পাশে বিভিন্ন প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর, ড্রেন ও ফুটপাথ নির্মাণ কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে এ উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। মেয়র কাজের মান বজায় রেখে প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্নে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এছাড়া সদর হাসপাতাল মোড় প্রশস্তকরণ কাজের বিষয়েও সংশ্লিষ্ট প্রকৌশলীদের দিক নির্দেশনা দেন মেয়র। রাসিক সূত্র জানায়, প্রকল্পটি ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৮১ লাখ ১০ হাজার ৮৪৮ টাকা। এর আওতায় রাজশাহী মহানগরের ৩০টি ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত সড়ক ও নর্দমাসমূহের উন্নয়ন ও মনিচত্বর থেকে সদর হাসপাতাল পর্যন্ত ফোর লেন সড়ক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর ও ফুটপাথ নির্মাণ করা হবে। একই সময়ে নির্মাণ হবে ড্রেনও। এরপর সড়ক ফোর লেনে উন্নীতকরণ কাজ হবে। প্রকল্পের কাজ আগামী ২০২১ সালের মার্চে শেষ হবে বলে জানিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top