
গাইবান্ধা জেলা প্রতিনিধি: মহান একাত্তরের রণাঙ্গনের বীরমুক্তিযোদ্ধা আব্দুল জলিল ইন্তেকাল করিয়াছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি ৩ জুন শুক্রবার সকাল ১২ ঘটিকায় বাধ্যক্যজনিত কারণে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বীর মুক্তিযোদ্ধা তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জীবনপুর গ্রামের মৃত নঈন উদ্দীনের পুত্র। গতকাল বিকাল ৫ টায় রাষ্ট্রীয় মর্যাদায় সরকারিভাবে গার্ড অব অনার সম্মান প্রদর্শন করে এ বীর মুক্তিযোদ্ধাকে শেষ বিদায় জানানো হয়েছে।
গোবিন্দগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেনের নেতৃত্বে গোবিন্দগঞ্জ থানা পুলিশ বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদর্শন করেন। সম্মান প্রদান শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যকালে তিনি স্ত্রী, চার কন্যা সন্তান, এক পুত্র সন্তান ও নাতী -নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের আত্মা শান্তি কামনা করে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান,পৌরমেয়রসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,পেশাজীবী সংগঠন গুলোর নেতৃবৃন্দ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।