
শুক্রবার সকালে মিলাদের প্রধান অতিথি ছিলেন কাজিপুর উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
তিনি বলেন, ‘মহান নেতাকে স্মরণে রেখে মিলাদের আয়োজনকারি প্রতিষ্ঠানকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমাদের প্রাণপুরুষ, কাজিপুরের উন্নয়নের কান্ডারিকে হারিয়ে আমরা যে শোক পেয়েছি আল্লাহ আমাদের তা সইবার ক্ষমতা দান করুন। আল্লাহ নেতার আত্মাকে শান্তিতে রাখুন।’
ভাইভ স্টার পরিবারের পক্ষে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল ভৌমিক, সোনামুখী ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, ফাইভ স্টার পরিবারের আলহ্জ্বা আব্দুর রহমান, এনামুল হক মনি, জাহাঙ্গীর আলম, রুহুল আমিন, রাশেদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, পলাশবাবু রনি প্রমূখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।