
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : জামালপুরে করোনা আক্রান্ত হয়ে শেখ হাসিনা মেডিকেল কলেজ আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মহিউদ্দিন নামে ৫৫ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়। তার বাড়ি সরিষাবাড়ী উপজেলার মাইজবাড়ী গ্রামে। তিনি কোনাবাড়ি দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন।
গত ৩০ জুন মাদ্রাসা শিক্ষক মহিউদ্দিনের করোনা শনাক্ত হলে তাকে ২ জুলাই শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশনে ভর্তি করা হয়। করোনা আক্রান্ত হয়ে তার দুই ছেলেও শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুরের আইসোলেশনে ভর্তি আছেন।
২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মাহফুজুর রহমান সোহান জানান, মারা যাওয়া ওই ব্যক্তি আগে থেকে ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও মানসিক রোগে ভুগছিলেন। তার দুই ছেলে সুস্থ্য আছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।