
সেবা ডেস্ক: প্রাণঘাতি ভাইরাস করোনার মহামারিতে চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকায় দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার সকালে ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের দূর্গম মানিকছড়ি, মহামুনি ও রাঙ্গাপানি এলাকায় দরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল কাজী মোহাম্মদ কাওসার জাহান।
এসময় তিনি বলেন, করোনা যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে খাদ্য সহায়তা দিয়ে সাধারণ মানুষের পাশে আছে। এধারা অব্যাহত থাকবে জানিয়ে তিনি সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।