
জামালপুর সংবাদদাতা: জামালপুরের মাদারগঞ্জে মো. ওমর ফারুক (২৮) নামে এক মাদকসেবীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহষ্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত যুবক মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী গ্রামের মৃত সামাদ আলী তালুকদারের ছেলে। মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওমর ফারুককে নেশাগ্রস্থ অবস্থায় নিজবাড়ি থেকে আটক করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে একবছর বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।