বাংলাদেশকে কোভিড-১৯ মোকাবেলায় ১০ মিলিয়ন ডলার দেবে জাপান

S M Ashraful Azom
0
বাংলাদেশকে কোভিড-১৯ মোকাবেলায়  ১০ মিলিয়ন ডলার দেবে জাপান

সেবা ডেস্ক: বৈশ্বিক মহামারী নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় বাংলাদেশকে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী দেবে জাপান। এ লক্ষে ১০ মিলিয়ন ডলারের সহায়তা দেবে দেশটি। বৃহস্পতিবার ঢাকার জাপান দূতাবাস থেকে পাঠান এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। -খবর বাংলানিউজের।

এতে উল্লেখ করা হয়, করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে সহায়তার অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ফাতেমা ইয়াসমিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে নোট বিনিময় করেছেন। সে অনুযায়ী আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচীর আওতায় বাংলাদেশকে ১০ মিলিয়ন ডলার দেবে জাপান। করোনাভাইরাস মোকাবেলায় এই অর্থ থেকে সিটি স্ক্যানার, এক্স-রে মেশিনসহ হাসপাতালের স্বাস্থ্য

সুরক্ষাসামগ্রী সরবরাহ করা হবে। করোনাভাইরাস প্রতিরোধে জাপান বাংলাদেশকে জরুরীভাবে ১২ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে এরই মধ্যে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top