
সেবা ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গালা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেড় ধরে ঢোলের বাজনার তালে তালে বসতঘর ভাংচুরের মুল হোতা আতাউর রহমান ওরফে পরচা আতরকে গ্রেফতার করেছে ঘাটাইল থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে থানা পুলিশের উপপরিদর্শক মতিউর রহমান তাকে গ্রেফতার করে।
তিনি পার্শ্ববর্তী ছয়ানি বকশিয়া গ্রামের মৃত কালু সেকের ছেলে।
উল্লেখ, গত ১১ জুলাই শুক্রবার জুমার নামাজের সময় উপজেলার জামুরিয়া ইউনিয়নের গালা পশ্চিমপাড়া গ্রামের নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্থ বৃদ্ধ মজিবর রহমানের (৮০) বসতঘর ভেঙ্গে ঘুড়িয়ে দেয়া হয়।
পরে প্রতিপক্ষ আতর আলী ক্ষতিগ্রস্থ পরিবারকে হুমকি দেয়ায় ভয়ে তারা পালিয়ে বেড়াচ্ছে বলে জানা গেছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের বৃদ্ধ মজিবর রহমানের (৮০) ছেলে জামাল উদ্দিন বাদি হয়ে ঘাটাইল থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা থানা পুলিশের উপপরিদর্শক মতিউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।