শেরপুরে ব্রহ্মপুত্রসহ সবকটি নদের পানি বৃদ্ধি অব্যহত

S M Ashraful Azom
0
শেরপুরে ব্রহ্মপুত্রসহ সবকটি নদের পানি বৃদ্ধি অব্যহত

রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: টানা বর্ষন ও উজান থেকে নেমে আসা ঢলে শেরপুরে গত ২৪ ঘন্টায় নদ-নদীর পানি বৃদ্ধি অব্যহত রয়েছে। ব্রহ্মপুত্র, চেল্লাখালী ও দশানী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিবন্দি হাজার হাজার মানুষের দুর্ভোগ বেড়েছে। দেখা দিয়েছে ত্রাণ স্বল্পতা।

গরু-ছাগলের সমস্যা আরও প্রকট হয়ে ওঠেছে। গো খাদ্যের অভাব দেখা দিয়েছে বন্যা দুর্গত এলাকায়। এ পর্যন্ত বন্যার্তদের জন্য ৮৫ মেট্রিক টন খয়রাতি চাল ও ১ লাখ ৩০ হাজার টাকা বরাদ্ধ প্রদান করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের পোড়ারদোকান ও শিমুলতলীর দুটি কজওয়েতে প্রবল বেগে পানি প্রবাহিত হওয়ায় গত ৬দিন ধরে শেরপুরের সাথে যমুনা সারকারখানাসহ উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। এছাড়াও বিভিন্ন কাচা-পাকা সড়কে পানি উঠায় দূর্ভোগে পড়েছে মানুষ।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top