প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো নেতা পাওয়া যাবে না: মতিয়া চৌধুরী

S M Ashraful Azom
0
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো নেতা পাওয়া যাবে না: মতিয়া চৌধুরী

সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো নেতা ও সফল রাষ্ট্রনায়ক দেশে আর কোনদিনও পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী এমপি। তিনি রবিবার দুপুরে তার নির্বাচনী এলাকা নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ-উল-আজহা উপলক্ষে ব্যক্তিগত তহবিল থেকে হতদরিদ্রদের মাঝে শাড়ি, শার্ট ও মাস্ক বিতরণকালে ওই মন্তব্য করেন। মতিয়া চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী একের পর এক প্রণোদনা দিচ্ছেন, একের পর এক সহায়তা দিচ্ছেন। এইভাবে দেয়ার ওপরে দেয়া- এটা কোন দেশে কেউ দেয় না। সকল শ্রেণী-পেশার মানুষের দিকে তিনি তাকাচ্ছেন- এটা পৃথিবীর ইতিহাসে বিরল। আর প্রাণঘাতী করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া ৫০ লাখ অসহায় পরিবার আড়াই হাজার টাকা করে প্রণোদনা পাচ্ছে, যেটা অন্য কোন দল কোনদিন ভাবেনি। বঙ্গবন্ধুর মেয়ে বলেই শেখ হাসিনার এমন উদার-নৈতিক মন আছে। অন্য কারও এমন মন নেই, ছিল না, আর কোনদিনও এমন নেতা পাওয়া যাবে না। মতিয়া চৌধুরী বলেন, বিএনপি, জাতীয় পার্টিকে আপনারা দেখেছেন। তারা পারেনি, বঙ্গবন্ধুর মেয়ে দেখাইয়া দিচ্ছে। পড়ার বেতন লাগে না, আবার উপবৃত্তির টাকা চলে আসে মোবাইলে। তিনি নালিতাবাড়ী উপজেলার পাঁচটি ইউনিয়ন এবং নকলা পৌরসভা ও নকলা উপজেলার নয়টি ইউনিয়নে ৩ হাজার শাড়ি ও দেড় হাজার শার্ট বিতরণ করেন। ওইসব বিতরণী অনুষ্ঠানে শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস, নালিতাবাড়ী পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, নকলা পৌর মেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top