
সেবা ডেস্ক: টাঙ্গাইলে ২৫০ পিস ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার দুপুরে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হচ্ছে, টাঙ্গাইল সদর উপজেলার চৌবাড়ীয়া গ্রামের মো. আজহার আলীর ছেলে মো. বাবলু (৩৮), শ্রীফলিয়াটা গ্রামের মৃত আ. কুদ্দুসের ছেলে মো. হাবিবুর রহমান (৩৭)।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তরের) অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে বুধবার রাতে টাঙ্গাইল পৌরসভা এলাকা হইতে ২৫০ পিস ইয়াবা তাদের আটক হয়।
পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। আদালত তাদের জেল হাজতে প্রেরণ করে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।