
উল্লাপাড়া প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ার মিতালী রেস্তোরাঁয় শনিবার দুপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। প্রায় ২ লক্ষ্যাধিক টাকার ক্ষতি সাধিত। স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমামের ঘটনাস্থল পরিদর্শন।
মিতালী রেস্তোরাঁর মালিক সত্যবান কুন্ডু জানান, প্রতিদিনের মত দোকানের সামনে গ্যাস সিলিন্ডারের চুলা দিয়ে দোকানের খাদ্য সামগ্রী পুরি, সিঙ্গারা ও রুটি তৈরির কাজ চলছিল। বেলা ১ টার দিকে হঠাৎ বিকট শব্দ হয়। বুঝতে না বুঝতেই দাউ দাউ করে আগুন লেগে যায় চুলার আশপাশে। এ সময় রুটি ভাজায় নিয়োজিত দোকানের কর্মচারি জাহাঙ্গীর লাফ দিয়ে সরে গিয়ে আগুন থেকে আতœরক্ষা পায়। পুলিশ প্রশাসন, পথচারী ও আশপাশের লোকজন এগিয়ে এসে ইট, বালু, খোয়া ও মাটি দিয়ে দোকানের আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরো জানান, এ ঘটনায় তার প্রায় ২ লক্ষ টাকার মালামাল ক্ষতি সাধিত হয়।
পাশেই উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় শোক দিবসের কর্মসুচিতে স্থানীয় সংসদ সদস্য উপস্থিত ছিলেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন - উপজেলা আওয়ামীলীগের আহবায়ক গাজী গোলাম মোস্তফা, পৌরসভার মেয়র এস,এম নজরুল ইসলাম, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস ও সরকার দলীয় নেতা- কর্মীরা।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।