
উল্লাপাড়া প্রতিনিধি: উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পতবক অর্পণ করে শনিবার উল্লাপাড়ায় জাতির পিতার ৪৫তম শাহাদৎ বার্ষিকীর অনুষ্ঠানমালার সূচনা করেন উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না ও রিবলী ইসলাম কবিতা, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাসসহ দলীয় নেতাকর্মী বৃন্দ। অনুষ্ঠানে জাতির পিতা ও তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলানায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে শিশু কিশোরদের জন্য আয়োজিত অনলাইন ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলেন দেন তানভীর ইমাম এমপি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।