
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে দিন মজুর আইয়ুব আলী (৫৫) হত্যার সুষ্ঠ বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার তাঁতীহাটি নয়াপাড়া মৃত আইয়ুব আলীর পরিবারের পক্ষ থেকে নিজ বসত বাড়িতে এ সংবাদ সম্মেলন শেষে মিছিল বের হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মৃত আইয়ুব আলীর ছেলে ছামিউল ইসলাম।
তিনি বক্তব্যে উল্লেখ করেন, গত ৩০ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাতে একই গ্রামের মৎস খামার মালিক রফিকুল ইসলাম পাক্কীর ছেলে রাসেল ও আব্দুল করিমের ছেলে নবী হোসেন তাদের বাড়িতে গিয়ে তার বাবার বিরুদ্ধে মাছ ধরার অভিযোগ তুলে প্রাণনাশের হুমকি দেয়। ওই রাত থেকে নিখোঁজ হয় তার বাবা। গত ১ আগষ্ট একই গ্রামের কাফি মিয়ার পরিত্যক্ত পানির ডুবায় তার বাবার লাশ ভাসতে দেখে এলাকাবাসী। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে ওইদিন থানায় একটি ইউডি মামলা হয়। এ ঘটনায় মৃত আইয়ুব আলীর ছেলে বাদী হয়ে কোর্টে রাসেল ও নবী হোসেনসহ ৬ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। মৃত আইয়ুব আলীর পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা মামলার সুষ্ঠ বিচার দাবি তুলে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি স্থানীয় সড়ক পদক্ষিণ করে। এ সময় মৃত আইয়ুব আলীর পরিবারের সদস্যসহ স্থানীয় লোকজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।