
রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের মুদিখানার দোকানে চুরি সংঘটিত হয়েছে। দূর্বৃত্তরা দোকান ঘরের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকাসহ কমপক্ষে ৫০ হাজার টাকার মালামাল চুরি করেছে।
জানা গেছে, উপজেলার রঘুনাথপুর গ্রামের স্বেচ্ছাসেবকলীগ নেতা মোয়াজ্জেম হোসেন দীর্ঘদিন ধরে স্থানীয় ভান্ডারবাড়ি বাজারে মুদিখানার দোকানে ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম মেসার্স ভাই ভাই ট্রেডার্স। অন্যান্য দিনের ন্যায় বুধবার ব্যবসা শেষে রাত ৯টার দিকে দোকানঘর বন্ধ করে বাড়িতে যান। ওই দোকানে রাতের বেলায় কোন পাহারার ব্যবস্থা ছিল না।
এ অবস্থায় মধ্যরাতের দিকে দূর্বৃত্তরা দোকানঘরের টিনের তৈরী বেড়া কেটে ভেতরে প্রবেশ করে। এরপর নগদ টাকা, খাবার সামগ্রী, বিড়ি, সিগারেটসহ কমপক্ষে ৫০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে ফজরের নামজ আদায় শেষে মুসুল্লিরা মসজিদ থেকে বের হয়ে বাড়ি ফেরার পথে দোকানের বেড়া কাটা দেখে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে খবর দেন। এ ঘটনাটি থানা পুলিশকে মৌখিক ভাবে জানানো হয়েছে।
ধুনট থানায় অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে চুরির বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।