
সেবা ডেস্ক: মুসলিম উম্মাহর বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহার নবম দিনেও জামালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে ছেড়ে যাওয়া ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানগামী যাত্রীদের জিম্মি করে দিগুণেরও বেশি হারে ভাড়া আদায় করা হচ্ছে। স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছে না বাস মালিক কর্তৃপক্ষ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
গাদাগাদি করে যাত্রী পরিবহন নৈমিত্তিক ব্যাপার। অনেক যাত্রিবাহী বাসে সিটেন মাঝখানে প্লাস্টিকের মোড়া পেতে যাত্রী পরিবহন করতে দেখা গেছে।
রাজধানীগামী বাসগুলো থেকে ৩শ টাকার ভাড়া আদায় করা হচ্ছে ৭/৮শ টাকা। অসহায় যাত্রীরা নাড়ীর টানে বাড়ীতে এসে কর্মস্থলে যাবার পথে চোখের জলে যাচ্ছে।
একই কায়দায় বকশীগঞ্জ থেকে সিএনজি অটোরিক্সা ভাড়া আদায় করা হচ্ছে তিনগুণেরও বেশি। এছাড়াও বকশীগঞ্জ থেকে কুড়িগ্রাম জেলার রাজিবপুর, রৌমারীগামী যাত্রীদের জিম্মি জরে মাহিন্দ্র, সিএনজি গলাকাটা ভাড়া আদায় করছে।
সিএনজি ৫০ টাকার ভাড়া আদায় করা করা হচ্ছে জনপ্রতি ২শ টাকা হারে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।