
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর গোয়ালেরচর ইউনিয়নের গোয়ালেরচর চৌরাস্তা মোড়ে সামাজিক সংগঠন ফ্রেন্ডস অর্গানাইজেশনের উদ্যোগে আলহাজ¦ ফরিদুল হক খান দুলাল এমপি চত্ত¡র নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় আলহাজ¦ ফরিদুল হক খান দুলাল এমপি চত্ত¡র নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.জামাল আব্দুন নাসের বাবুল।
এ উপলক্ষে আলহাজ¦ ফরিদুল হক খান দুলাল এমপি চত্ত¡র নির্মাণ কমিটি’র উদ্যোগে চৌরাস্ত মোড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আইয়ূব আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম, উপজেলা প্রকৌশলী আমিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি পলবান্ধা ইউপি চেয়ারম্যান সাহাদত হোসেন স্বাধীন,আঃ রাজ্জাক লাল মিয়া,উপজেলা আওয়ামীলীগের শ্রম সম্পাদক জাহাঙ্গীর আলম,যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক খলিলুর রহমান,;দপ্তর সম্পাদক সালাউদ্দিন শাহ, ফ্রেন্ডস অর্গানাইজেশনের উপদেষ্টা ইঞ্জিঃ আঃ মান্নান,সদস্য সফি আলম প্রমূখ। আলোচনা সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।