
জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে বিদ্যুৎ স্পৃষ্টে শিশু আমানুল্লাহ আকাশ (৫) মারা গেছে। আকাশ পৌরসভার কাজিরপাড়ার ইসমাইল হোসেনের ছেলে বলে জানা গেছে। স্থানীয় পৌরকাউন্সিলর মিজানুর রহমান মুকুল জানান-৩০ আগস্ট সকাল ১০টার দিকে বাড়ির পাশে শিশু আকাশ খেলতে ছিল। ওই সময় বিদ্যুতের খুঁটির সাথে ডিশ লাইনের ঝুলন্ত বিদ্যুৎ পরিবাহি জিআই তারের সংযোগ ছিল। ঝুলন্ত তার স্পর্শ করা মাত্রই শিশুর মৃত্যু হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিক্ষুব্দ এলাকাবাসি এই মৃত্যুর ঘটনার জন্য ডিশ লাইনের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন।
ওদিকে শিশুর মৃত্যুর খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন এবং পৌরমেয়র আলহাজ শফিক জাহেদী রবিন ঘটনাস্থল পরিদর্শনে যান। তাঁরা শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ^স্ত করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।