
শফিকুল ইসলাম: দেশে বিদ্যুৎ চাহিদা প‚রণের লক্ষ্যে ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় দুর্যোগ ও ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মস‚চির আওতায় সৌর বিদ্যুৎ স্থাপন প্রকল্পের অধীনে টেষ্ট রিলিফ (টিআর) প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিনে ২০১৯-২০ অর্থ বছরে হোম সার্ভিসের জন্য ২’শ ৮১টি পরিবারের মাঝে বিনাম‚ল্যে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। রবিবার (১৬আগষ্ট) দুপুরের দিকে বাংলাদেশ আওয়ামী লীগের অফিস চত্বর থেকে এ সোলার প্যানেল বিতরণ করা হয়। এই সোলার প্যানেলের মাধ্যমে মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির, বসতবাড়িতে বিদ্যুৎ চাহিদা প‚রণে সক্ষম হবে।
সেলার প্যানেল বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব জাকির হোসেন (এমপি), বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, রুরাল এনার্জি এন্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (রেড়ী)’র রৌমারী উপজেলা শাখা ম্যানেজার মাজেদুল ইসলাম মুন্না প্রমুখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।