
রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় গ্যাস ট্যবলেট সেবন করে আজিমুদ্দিন প্রামানিক (৫৮) নামে এক দিনমজুর আত্মহত্যা করেছেন। নিহত আজিমুদ্দিন উপজেলার নলডাঙ্গা গ্রামের মৃত মছের আলীর ছেলে। রবিবার দুপুর ১টার দিকে এ অপমৃত্যুর ঘটনা ঘটে।
জানা গেছে, দিনমজুর আজিমুদ্দিনের অভাব অনটনের সংসার। এ কারণে পরিবারে প্রায়ই অশান্তি লেগে থাকে। এ অবস্থায় রবিবার সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় পরিবারের লোকজন তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে তার অবস্থার অবণতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসাপাতালে স্থানান্তর করেন। কিন্ত বগুড়া শজিমেক হাসপাতালে যাওয়ার সময় পথিমধ্যে আজিমুদ্দিন মারা যান।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, আজিমুদ্দিনের মৃতদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে। সোমবার সকালের দিকে তার মৃতদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসাপাতাল মর্গে পাঠানো হবে। তার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।