
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: ময়মনসিংহ বন বিভাগের অধীনে শেরপুরের শ্রীবরদীতে বালিজুরি রেঞ্জের কর্ণঝোড়া বিটের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এতে কর্ণঝোড়া বিটের অবৈধ দখলে থাকা জমি উদ্ধার করা হয়। শনিবার সকালে বন বিভাগের বালিজুরি রেঞ্জের বিট কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।
বালিজুরি রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, দীর্ঘদিন যাবত বালিজুরি রেঞ্জের ডুমুরতলা বিটের বেশকিছু বন ভূমি অবৈধভাবে স্থানীয়রা দখল করে আছে। সম্প্রতি বন বিভাগের নির্দেশনা অনুযায়ী বালিজুরি রেঞ্জের উদ্যোগে বন বিভাগের বেদখল ভূমি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে কর্ণঝোড়া বিটের প্রায় ২০ শতাংশ জমি অবৈধ দখলদারের কাছ থেকে উচ্ছেদ করে বন বিভাগের আওতায় আনা হয়।
বালিজুরি সদর বীট কর্মকর্তা রবিউল ইসলাম জানান, বালিজুরি রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে ডুমুরতলা বীট কর্মকর্তা আবু হাশেম চৌধুরি, কর্ণঝোড়া বীট কর্মকর্তা মীর্জা গোলাম মোস্তুফা ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে আমরা অভিযান পরিচালনা করি। তিনি বলেন, বন বিভাগের যে সকল ভূমি বেদখল হয়েছে সেসব ভূমি উদ্ধারে চলমান কার্যক্রম হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে। এসব অবৈধ দখল মুক্ত করে সুফল প্রজেক্টের আওতায় ফলজ, ভেষজ ও ওষধিসহ প্রাকৃতিক বিপর্যয় ঠেকাতে প্রতিরোধ মূলক নানা বৃক্ষ রোপন করা হবে। এতে এক দিকে ফিরে পাবে বনের প্রাকৃতিক রুপ বৈচিত্র। অন্যদিকে বছরে সরকারের রাজস্ব আদায় হবে কোটি কোটি টাকা।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।