
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে লিটন মিয়া (৪০) নামে এক মাদক সেবিকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে উপজেলার তাতিহাটি ইউনিয়নের চককাউরিয়া গ্রামে উপজেলা প্রশাসন ও জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মনজুর আহসান অভিযান পরিচালনা করে লিটন মিয়াকে মাদক সেবনের দায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মশিউর রহমান সোহেল, পরিদর্শক এনামুল হক, এসআই সাইফুল ইসলাম প্রমুখ। ধৃত মাদক সেবি চককাউরিয়া গ্রামের হাফিজল ইসলামে ছেলে। ইতোপূর্বেও লিটন মিয়া মাদক সেবনের দায়ে ১ মাসের কারাদন্ড ভোগ করেছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।