
সেবা ডেস্ক: টাঙ্গাইল জেলায় নতুন করে আরও ৩৩ জনের প্রাণঘাতি করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ঘাটাইল পৌর সভার মেয়র শহীদুজ্জামান খান ও ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের মেডিকেল অফিসার রয়েছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ঢাকায় প্রেরিত নমুনার ফলাফল এলে এতে নতুন করে ৩৩ জন করোনা পজিটিভ ধরা পড়ে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১০ জন, কালিহাতীতে ১ জন, মির্জাপুরে ১ জন, মধুপুরে ৮ জন, সখীপুরে ৩ জন, ঘাটাইলে ৯ জন এবং গোপালপুরে ১ জন রয়েছেন।
সোমবার টাঙ্গাইল জেলার সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান এ তথ্য জানান।
সূত্র আরও জানায়, গত ৮ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৭০ জন। এর মধ্যে সদর উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। আর সব চেয়ে কম করোনা রোগী রয়েছে বাসাইল উপজেলায়।
জেলায় এপ্রিল মাসে ২৪ জন, মে মাসে ১৪১ জন, জুন মাসে ৪৪৭ জন এবং জুলাই মাসে ১০২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর চলতি মাসে ২৩২ জন করোনায় আক্রান্ত হয়। মাসভিত্তিক করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে।
করোনায় এ পর্যন্ত টাঙ্গাইল জেলায় মৃত্যু হয়েছে মোট ৩১ জনের। এ ছাড়া মোট সুস্থ হয় ১ হাজার ২০৯ জন আর চিকিৎসাধীন রয়েছেন ৬২৯ জন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।