
আশরাফুল ইসলাম গাইবান্ধা : বাংলাদেশ পুলিশের কর্ণধার পুলিশ প্রধান মাননীয় আইজিপি বেনজীর আহম্মেদ গাইবান্ধা জেলার চরাঞ্চলের বন্যার্ত মানুষের অসহায়ত্ব ও দূর্ভোগ এর বিষয়টি উপলব্ধি করে তাদের জন্য ত্রাণ-উপহার সামগ্রী প্রেরণ করেছেন। এসব ত্রান সামগ্রী ১০ আগস্ট সোমবার গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম পূর্বের ন্যায় জেলার বন্যা কবলিত ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের দুর্গম কাবিলের চরের বন্যাপীড়িতদের মধ্যে বিতরণ করেন। এ সময় তিনি চরাঞ্চলের মানুষের সাথে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। তাদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে খোঁজ ও সার্বিক বিষয়ে খবর নেন। সরকার বন্যার্ত মানুষের পাশে আছে বলে তিনি নিশ্চয়তা প্রদান করেন। এসময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণসহ ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ বেলাল হোসেন উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।