
সেবা ডেস্ক: টাঙ্গাইল জেলায় নতুন করে ৬৭ জনের শরীরে প্রাণঘাতি করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দুই হাজার ছাড়াল।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
শুক্রবার জেলা সিভিল সার্জন মো. ওয়াহীদুজ্জামান এতথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেলায় গত ৮ এপ্রিল প্রথম একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই মাসে জেলায় মোট সংক্রমিতের সংখ্যা ছিল ২৪। মে মাসে সংক্রমিতের সংখ্যা বেড়ে হয় ১৬৫। জুনে সেই সংখ্যা দাঁড়ায় ৬১২। জুলাই মাসে সংক্রমিতের সংখ্যা হয় ১ হাজার ৬৩৮।
আর শুক্রবার নতুন করে ৬৭ জনের কোভিড শনাক্তের মধ্য দিয়ে জেলায় কোভিড রোগীর সংখ্যা দাঁড়ায় ২ হাজার ৬। এর মধ্যে মারা গেছেন ৩৪ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৩৬২ জন। এখনো চিকিৎসাধীন ৬১০ জন।
টাঙ্গাইল সিভিল সার্জন মো. ওয়াহীদুজ্জামান জানান, করোনায় আক্রান্তের সংখ্যা বাড়লেও সুস্থতার হার সন্তোষজনক। বেশির ভাগ রোগী বাড়িতে চিকিৎসা নিয়েই সুস্থ হচ্ছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।