
সেবা ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার যমুনার চরাঞ্চলসহ ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার বন্যার্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে সাবেক সাংসদ মরহুম খন্দকার আসাদুজ্জামানের মেয়ে (টাঙ্গাইল-৩২০, সংরক্ষিত মহিলা-২০) আসনের এমপি অপরাজিতা হকের উদ্যোগে উপজেলার রেহাইগাবসারা সোহরাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যা কবলিত এলাকায় ৫০টি পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এর আগেও ত্রাণ বিতরণ করা হয়েছে বিভিন্ন এলাকায়।
অপরাজিতা পক্ষে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন- ভূঞাপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুত, গাবসারা ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মহর আলী মন্ডল, ৭নং ওয়ার্ডে সাবেক সভাপতি ফরহাদ আকন্দ, সাবেক সাধারণ সম্পাদক মো. সাইদালী মন্ডল, আওয়ামী লীগ নেতা মো. সামাদ শেখ প্রমুখ ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।