
রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন বিট পুলিশিং কার্যালয় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় কান্তনগর বাজারে কার্যালয় উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা।
উপজেলার কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আরিফ ওপেল, ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আসিফ ইকবাল সনি, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম চাঁন, কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম ফিরোজ লিটন, কালেরপাড়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক রেজাউল করিম জোয়ার্দার, পিজি হাসপাতালের চিকিৎসক ডা. অমল কুমার ঘোষ, ইউপি সদস্য রফিকুল ইসলাম ঠান্ডু ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চপল
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।