বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে উল্লাপাড়ায় দোয়া মাহফিলের প্রস্তুতি

S M Ashraful Azom
0
বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে উল্লাপাড়ায় দোয়া মাহফিলের প্রস্তুতি

উল্লাপাড়া প্রতিনিধি : জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবর্ষে তার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে শুক্রবারে উল্লাপাড়ার পূর্ণিমাগাতী ইউপি চেয়ারম্যান আল- আমিন হোসেন ইউনিয়নের প্রতিটি মসজিদ, মন্দির ও ক্লাবগুলোতে বিশেষ প্রার্থনার ও দোয়া মাহফিলের প্রস্তুতি গ্রহন করেছেন।

চেয়ারম্যান আল- আমিন জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে ইউনিয়নের ৩৫টি গ্রামের ৫৬টি মসজিদ,  ৫টি মন্দির ও ৭টি বঙ্গবন্ধু ক্লাবে তাঁর আত্মার শান্তি কামনা করে মসজিদ, মন্দির ও ক্লাবগুলোতে বিশেষ প্রার্থনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে এ সমস্ত মসজিদ, মন্দির ও ক্লাবগুলোতে আগামীকাল ১৫ আগষ্টে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত ও শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতা - কর্মীরা বিশেষ প্রার্থনা ও মিলাদ মাহফিলে  উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল-আমিন হোসেন। 

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top