
জি এম রাঙ্গা: জেলা আনসার ও ভিডিপি দপ্তরে নবনিয়োগপ্রাপ্ত ২জন উপজেলা প্রশিক্ষককে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন কুড়িগ্রামে জেলা কমান্ড্যান্ট মোঃ জিয়াউর রহমান ও কুড়িগ্রাম সদরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সেকেন্দার আলী। এসময় জেলা কমান্ড্যান্ট তাদেরকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেন। নবনিয়োগপ্রাপ্ত উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষকগণ হলেন আ স ম নাসিরুল হককে পদায়ন করা হয়েছে রাজিবপুর উপজেলায় এবং বিপ্লব কুমার পালকে পদায়ন করা হয়েছে নাগেশ^রী উপজেলায়। তাদের দুজনের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায়। সম্প্রতি ৮৭জন থানা/ উপজেলা প্রশিক্ষককে শূন্য পদের আলোকে পদায়ন করা হয়। উক্ত নিয়োগের অংশ হিসেবে ১৯ আগস্ট উক্ত উপজেলা প্রশিক্ষকদ্বয় কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে যোগদান করেন। পরেরদিন জেলা কমান্ড্যান্ট তাদের বরণ করে নেন।
উক্ত বরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলিপুরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সোলায়মান হোসেন, রাজারহাটের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ইব্রাহিম খান, ফুলবাড়ীর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ফরহাদ আলম চৌধুরী, কুড়িগ্রাম সদরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সেকেন্দার আলী, জেলা দপ্তরের হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা, ভুরুঙ্গামারীর উপজেলা প্রশিক্ষিকা হরিদাশী রায়, চিলমারীর উপজেলা প্রশিক্ষিকা সাজেদা খাতুন, নাগেশ্বরীর উপজেলা প্রশিক্ষিকা মোছাঃ জেসমিন নাহার, অফিস সহকারী আঞ্জুমানারা।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।