
রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় নিখোঁজের ৩ ঘন্টা পর রাইফা খাতুন (০৮) নামে শিশু শিক্ষার্থীর ভাসমান লাশ উদ্ধার করেছে স্বজনেরা। নিহত রাইফা খাতুন উপজেলার নান্দিয়ার পাড়া গ্রামের অটোভ্যান চালক খোকন ফকিরের মেয়ে এবং স্থানীয় কেজি স্কুলের প্লে শ্রেণীর শিক্ষার্থী। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার হেউটনগর গ্রামে বাঙ্গালী নদীর পাশের একটি বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার হেউটনগর গ্রামে নানা বাড়িতে ৩ দিন আগে বেড়াতে যায় রাইফা খাতুন। রোববার সকাল ৯ টার দিকে রাইফা খাতুন তার সমবয়সি মামাতো বোন ও অন্যান্য শিশুদের সাথে বাড়ীর পার্শ্ববর্তী বাঙ্গালী নদীর পাশে একটি বিলে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। প্রায় ৩ ঘন্টা খোঁজা খুজির পর ওই বিল থেকেই রাইফার ভাসমান লাশ উদ্ধার করে তার স্বজনেরা।
ধুনট থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা বলেন, আইনী প্রক্রিয়া শেষে শিশু শিক্ষার্থীর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।